উত্তরাখণ্ডের মান্ডির সংসদ সদস্য অভিনেত্রী কঙ্গনা রানাউত হিমাচল প্রদেশে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মানালি নামের একটি এলাকায় এ ঘটনা ঘটে। সেই সময় স্থানীয়দের উদ্দেশে কিছু কথাও বলেন কঙ্গনা। অভিনেত্রী এদিন মানালির বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতা, কর্মী ও জনপ্রতিনিধিরা। আরও পড়ুনআরও পড়ুনহাসপাতাল থেকে ফিরতেই ভিকিকে নিয়ে যা করলেন অঙ্কিতা পরিস্থিতি দেখার সময় হঠাৎ করে স্থানীয় কয়েকজন অভিযোগ করে বিক্ষোভ শুরু করেন। কেউ কেউ কটাক্ষ করে জানতে চান—এতদিন কোথায় ছিলেন? বন্যার পর দীর্ঘ সময় কেটে গেলেও কঙ্গনা এলাকায় আসতে দেরি করেন। তাই সেখানকার বাসিন্দারা ‘গো ব্যাক’ স্লোগান দেন এবং তাকে ঘিরে বিক্ষোভ করেন। তবে বিক্ষোভের মুখে পড়েও পালটা প্রশ্ন...