ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ( ডাকসু) বহুল প্রত্যাশিত নির্বাচনে ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ভূমিধস জয় পেয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদেও (জাকসু) তারা অপ্রত্যাশিতভাবে শীর্ষ পদে জয়ী হয়েছে। বাংলাদেশে গুরুত্বপূর্ণ এই দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির জিতেছে এটি যেমন সত্য, তার চেয়েও বড় প্রশ্ন হয়ে উঠেছে—বাকিরা কি জিততে চেয়েছে? চব্বিশের ৫ আগস্টের পর থেকে যখন থেকেই ডাকসুর কথা উঠেছে, তখন থেকেই ডাকসুতে শিবিরের প্রার্থী কারা হবে, তার একটা ধারণা পাওয়া যাচ্ছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে সাদিক কায়েমকে ‘অভ্যুত্থানের নেপথ্যের নায়ক’ হিসেবে দেশে-বিদেশে নানাভাবে এবং নানা সংবাদমাধ্যমের প্রচারণায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়। এভাবে শিবিরের ভিপি ও জিএস প্রার্থী হিসেবে সাদিক কয়েম ও এম এম ফরহাদের অবস্থানকে দৃশ্যমান করা হয়। শিবির দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে তাদের প্রার্থীদের গ্রুমিং (পরিচর্যা) করেছে, নির্বাচনের সময়ে...