এ সময় তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে দেশ উন্নতি ও সমৃদ্ধিতে এগিয়ে যাবে। এই কর্মসূচি বাস্তবায়ন করতে তিনি সবসময় সচেষ্ট থাকবেন। দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দিবে, তাদের পক্ষে এবং দেশের কল্যানে বিএনপির প্রতিটি নেতাকর্মী কাজ করবে বলেও মনে করেন তিনি। আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন দিলে এবং নির্বাচনে জয়লাভ করলে ৩১ দফার পরিপূর্ণ বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানান আব্দুল আউয়াল। আর দল যদি মনে করেন তার চেয়ে যোগ্য কেউ আছেন, সেটিও দলের সিদ্ধান্ত। তবে দলের ৩১ তথা বাস্তবায়নে...