নাপোলির বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচেই চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ৫০ গোলের মাইলফলক ছুঁয়ে ইতিহাস সৃষ্টি করেছেন সিটি স্ট্রাইকার আর্লিং হালান্ড। নরওয়েজিয়ান এই স্ট্রাইকার ভবিষ্যতে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙে দিতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিটির কোচ পেপ গার্দিওলা। ২০২২ সালে সিটির সঙ্গে যোগদান করা হ্যালান্ড চ্যাম্পিয়নস লিগের মাত্র ৪৯ ম্যাচে ৫০টি গোল করেছেন। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রুড ভান নিস্টেলরয়ের চেয়ে তার ১৩ ম্যাচ কম লেগেছে। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডে তিনি এখন সাবেক আর্সেনাল তারকা থিয়েরি অরির সাথে ৯ম স্থানে আছেন। এই মুহূর্তে মেসির চেয়ে ৭৯ গোল এবং রোনালদোর চেয়ে ৯০ গোল পিছিয়ে আছেন হালান্ড। বৃহস্পতিবারের ম্যাচ শেষে ২৫ বছর বয়সী হালান্ডের সম্ভাবনা নিয়ে গার্দিওলা বলেন, ‘হ্যাঁ, এই...