স্বর্ণের প্রতি মানুষের আগ্রহ চিরকালীন। বিয়ে, উৎসব কিংবা বিনিয়োগ—সব ক্ষেত্রেই স্বর্ণ এক অবিচ্ছেদ্য অংশ। আর তাই বাজারে স্বর্ণের দামের ওঠানামা নজর কাড়ে সব ধরনের মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদেরও। চলুন জেনে নেওয়া যাক আজকের স্বর্ণের বাজারদর।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়। সেদিন এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায় স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমানো হয়েছে।সে সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। সবশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী বিক্রি হচ্ছে রুপাও।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ৬০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার...