ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট উঠল মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার মাথায়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে জমকালো আয়োজনে তার নাম ঘোষণা করা হয়। এবারের অর্জনের মধ্য দিয়ে মিথিলা আগামী নভেম্বর থাইল্যান্ডে বসতে যাওয়া ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। অনুষ্ঠানে ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘মিস ইউনিভার্স কেবল সৌন্দর্য প্রতিযোগিতা নয়, এটি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস এবং উদ্দেশ্য উদযাপনের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। আমরা গর্বিত যে বাংলাদেশকে এই আসরে তুলে ধরতে পারছি। এটি শুধু তরুণীদের অনুপ্রাণিত করে না, বরং বিশ্বমঞ্চে তাদের প্রতিভা ও মনোবল প্রদর্শনের নতুন সুযোগ তৈরি করে।’ মিথিলা শুধু মডেল ও অভিনেত্রী নন, তিনি বাল্যবিবাহবিরোধী প্রচারণা ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের...