নায়েগলেরিয়া ফাওলেরি মূলত উষ্ণ ও মিষ্টি পানিতে বসবাস করে। যখন কেউ পানিতে সাঁতার কাটে, তখন এই অ্যামিবা নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং সোজা মস্তিষ্কে পৌঁছে যায়। সেখানে এটি দ্রুত কোষ ধ্বংস করতে শুরু করে। নায়েগলেরিয়া ফাওলেরি একটি ফ্রি লিভিং এককোষী অ্যামিবা। এ ধরণের অ্যামিবা নিজে থেকেই বেঁচে থাকতে পারে। এরজন্য তাদের ফ্রি লিভিং বলা হয়ে থাকে। জীবনদশায় মানুষ এরকম অ্যামিবার সংস্পর্শে আসলেও সবসময় অসুস্থ হয় না। তবে অনেকে আবার গুরুতর ইনফেকশনে আক্রান্ত হতে পারেন। প্রকৃতিতে বিভিন্ন ধরনের ফ্রি লিভিং অ্যামিবার উপস্থিতি রয়েছে। নায়েগলেরিয়া ফাওলেরি ছাড়াও আরও দুই ধরনের অ্যামিবা মানুষের জন্য প্রাণঘাতী। এগুলো হলো;অ্যাকান্থামিবাব্যালামুথিয়া ম্যান্ড্রিলারিস এই তিন ধরনের অ্যামিবাই মানুষের মধ্যে প্রাণঘাতী ব্রেইন ইনফেকশন সৃষ্টি করতে পারে। পাশাপাশি চোখ, ত্বক, সাইনাসসহ শরীরের অন্যান্য অংশেও ইনফেকশনের কারণ হতে পারে। অ্যাকান্থামিবা:জীবদ্দশায়...