উত্তরাখণ্ডের মান্ডির সংসদ সদস্য বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ও স্বরা ভাস্করের মধ্যে বাগযুদ্ধ লেগেই থাকে। তারা সবসময় বাগযুদ্ধে জড়ালেও এ সংঘাত আক্রমণাত্মক নয়, বন্ধুত্বপূর্ণ। তবে এবার কঙ্গনাকে খোঁচা দিলেন স্বরার স্বামী ফাহাদ আহমেদ। আবার দুই ‘স্পষ্টবাদী’ অভিনেত্রীর মধ্যে বচসা বাধতে পারে বলে সিঁদুরে মেঘ দেখছেন তাদের ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি স্বরা ও ফাহাদ একসঙ্গে একটি সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন। সেখানে কঙ্গনাকে একটি ‘তকমা’ দিতে বলা হয় তাদের। সেই অনুষ্ঠানে সঙ্গে সঙ্গে ফাহাদ বলেন, আমি ওকে খারাপ রাজনীতিবিদ বলব। বন্যা বিধ্বস্ত মান্ডি কেন্দ্রের জন্যই এটি বলছি। এ কেন্দ্রের সংসদ সদস্য হয়েও তিনি প্রায়ই বলেন— 'আমি আর কী করব! আমি তো প্রধানমন্ত্রী নই, মন্ত্রীও নই। প্রতিনিধি হিসেবে আমি সরকারের সঙ্গে কথা বলতে পারি মাত্র।' আরও পড়ুনআরও পড়ুনঅভিমান ভুলে একফ্রেমে অজয়-কাজল-শাহরুখ সংসদ সদস্য হিসেবে নিজের কেন্দ্রের...