চূড়া ছুঁতে এখনও পাড়ি দিতে হবে অনেকটা পথ। তবে যে গতিতে ছুটছেন আর্লি হলান্ড, সেই উচ্চতায় তিনি পা রাখবেন বলেই মনে করেন পেপ গুয়ার্দিলরা। ম্যানচেস্টার সিটির কোচ বলছেন, ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে একদিন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গোল হবে হলান্ডের। নাপোলির বিপক্ষে ম্যানচেস্টার সিটির ২-০ গোলের জয়ে বৃহস্পতিবার দারুণ এক কীর্তি গড়েছেন হলান্ড। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবচেয়ে দ্রুততায় পঞ্চাশ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি আগের রেকর্ড চুরমার করে দিয়ে। ৬২ ম্যাচে ৫০ গোলের রেকর্ড ছিল রুড ফন নিস্টলরয়ের। হলান্ডের লাগল স্রেফ ৪৯ ম্যাচ! লিওনেল মেসির লেগেছিল ৬৬ ম্যাচ। মেসি অবশ্য একটি জায়গায় এখনও সবচেয়ে এগিয়ে। সর্বকনিষ্ঠ হিসেবে (২৪ বছর ২৮৪ দিন) পঞ্চাশে পা রেখেছেন তিনি। কিলিয়ান এমবাপেকে টপকে হলান্ড এখন দ্বিতীয় সর্বকনিষ্ঠ। গুয়ার্দিওলা আগেও নানা সময়ে বলেছেন, গোল করার দক্ষতার দিক...