আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান শুধু বোলিং নয়, ব্যাট হাতেও দারুণ বিনোদন দেন। কখনো শট খেলে, আবার কখনো ছোটখাটো কাণ্ডে দর্শককে মাতিয়ে তোলেন। এমনই এক ঘটনা ঘটে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবিতে বৃহস্পতিবারের ম্যাচে। দল যখন ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে, তখন মাঠে নামেন রশিদ। মোহাম্মদ নবির সঙ্গে গড়েন ৩৫ রানের জুটি। রশিদের অবদান ছিল ২৩ বলে ২৪ রান। যদিও তার স্ট্রাইক রেট একটু কম ছিল, তবে এই জুটি আফগানিস্তানকে ধস থেকে বাঁচায়। ১৮তম ওভারে ঘটে যায় মজার এক কাণ্ড। নুয়ান থুসারার করা প্রথম বল ছিল দারুণ এক স্লোয়ার ইয়র্কার। রশিদ আগেভাগেই সুইপ খেলতে গিয়ে মিস করেন, বল পায়ে লেগে স্টাম্পে লেগে যায়। কিন্তু তখন থুসারা ভেবেছিলেন এলবিডব্লিউ হয়েছে, তাই আম্পায়ারের দিকে ফিরেই আবেদন করেন। অন্যদিকে রশিদও বুঝতে পারেননি যে...