ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস ২০২০ সালের বুধবার (১৮ সেপ্টেম্বর) না ফেরার দেশে পাড়ি জমান। গতকাল মায়ের পঞ্চমতম প্রয়াণ দিবসে আবেগঘন এক স্ট্যাটাস দিয়ে তিনি লিখেন, সেপ্টেম্বর মাসটা আমার কাছে অনেক আনন্দের দিন হলেও মায়ের মৃত্যুর পর থেকে মাসটি বেদনার। কারণ এই সেপ্টেম্বর মাসে অপু একমাত্র পুত্রসন্তান আব্রাম খান জয় পৃথিবীর আলোর মুখ দেখে। যার কারণে এ মাসটি অপুর কাছে বিশেষ আনন্দের। আবার এ মাসেই তার মাকে হারিয়েছেন তিনি যার জন্য শোকের। সেপ্টেম্বর মাসে অনেক কিছুর জন্য অপেক্ষা করেন জানিয়ে সামাজিকমাধ্যমে অপু বিশ্বাস লেখেন, দেখতে দেখতে পাঁচ বছর তোমাকে ছাড়া কাটিয়ে দিলাম মা। জানি না আরও কতদিন তোমাকে ছাড়া থাকতে হবে। অনেক কিছুই জানো না তুমি, বিশ্বাস করো ভালো লাগে না মা, তবে তুমি যে অনেক কিছু জানো...