এশিয়া কাপের মাঝে কয়েকঘণ্টা ব্যবধানে এলো দুটি দুঃসংবাদ। গতকাল ম্যাচ চলাকালীন সময়ে মারা যান শ্রীলঙ্কার স্পিনার দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগে। এর পরপরই দুঃসংবাদ আসে বাংলাদেশের ক্রিকেটে। তারকা পেসার এবাতদ হোসেনের বাবা নিজাম উদ্দিন চৌধুরী না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, সাবেক বিজিবি সদস্য এবাদতের বাবা নিজাম উদ্দিন চৌধুরী্ দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। গতকাল রাতে অসুস্থ বোধ করায় এবাদত এবং পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছার আগেই নিজাম উদ্দিন চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। জাতীয় ক্রিকেট লিগে সিলেট দলের ম্যানেজার আলী ওয়াশিকুজ্জামান এবাদতের বাবার...