ক্ষণস্থায়ী ছিল আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে দুনিথ ওয়েল্লাগের আনন্দ। সাবেক ক্রিকেটার বাবা সরঙ্গা ওয়েল্লাগের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবরটা তিনি পান ম্যাচ শেষেই। তখন সেটি শুনে বিস্মিত ও শোকে স্তব্ধ হয়ে পড়েন প্রতিপক্ষ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিও। ম্যাচশেষে নবি টিম হোটেলে ফেরার পথে একজন সংবাদকর্মী তাকে বিষয়টি জানান। এমন সংবাদে তাৎক্ষণিক নবি স্তব্ধ হয়ে যান। ভাষা হারিয়ে ফেলেন। কখন কীভাবে এমন ঘটনা ঘটেছে সেটি জানতে চান। এরপর দুঃখ প্রকাশ করেন। ওয়েল্লাগের বাবা ৫৪ বর্ষী সুরাঙ্গা স্বীকৃত ক্রিকেটে না খেললেও স্থানীয় পর্যায়ে খেলেছেন। আফগান ম্যাচ শেষ হওয়ার পর শ্রীলঙ্কার টিম ম্যানেজার ওয়েল্লাগেকে বাবার মৃত্যু সংবাদটি দিয়েছেন। এশিয়া কাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে...