নির্বাচন পিছিয়ে গেলে স্বৈরাচার ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, একটি দল পিআর নিয়ে আন্দোলন করছে। আজ শুক্রবার সকালে সেগুনবাগিচায় বিএম এ ভবনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। ডা. জাহিদ বলেন, ‘গণতন্ত্রের মধ্যে ভিন্ন মত থাকবে, কিন্তু যখন কোনো দল তাদের সিদ্ধান্ত জনগণের ওপরে চাপিয়ে দেবে, তখন কর্তৃত্ববাদের আওয়াজ পাওয়া যায়। আর এতে ফ্যাসিবাদী চরিত্র ফুটে ওঠে।’ বিএনপির এই নেতা বলেন, ‘যতই নির্বাচন ঘনিয়ে আসছে, তখন একদল পিআর নিয়ে আন্দোলন করছে। এটা ভালো, তবে তার মানে এই না যে তাদের মতামত জনগণের ওপরে চাপিয়ে দেবে।’ আর...