অনেকে জানতে চান, জুমার খুতবা শোনা কি জরুরি? এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, জুমার জামাত আদায় হওয়ার জন্য খুতবা দেওয়া শর্ত। তবে কোনো মুসল্লি খুতবা শুনতে না পেলে তার জুমার নামাম শুদ্ধ হবে না-- এমন নয়। তবে জুমার দিন আগে আগে মসজিদে যাওয়া উচিত। বিশেষত আজানের পর অন্য কোনো কাজে লিপ্ত না হয়ে সরাসরি নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যাওয়া এবং খুতবা শুনা কর্তব্য। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং বেচা-কেনা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা বোঝ। (সুরা জুমা: ৯) নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। (ইবনে মাজাহ: ১০৮৪) জুমার দিন তাড়াতাড়ি এবং সবার...