এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ে টেবিল সেরা হয়ে পরবর্তী রাউন্ডে গেছে শ্রীলঙ্কা। ম্যাচের পর বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েল্লাগে জানতে পারেন বাবার মৃত্যুর খবর। দ্রুত দেশের পথে রওনা করে ২২ বর্ষী তারকা পৌঁছেছেন শ্রীলঙ্কায়। ওয়েল্লাগে যখন আবুধাবি থেকে শ্রীলঙ্কার পথে রওনা হন, বিমানবন্দরে সঙ্গে ছিলেন শ্রীলঙ্কা দলের টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা। তবে ওয়েল্লাগে কোন ফ্লাইটে গেছেন সেটি জানানো হয়নি। আফগানিস্তানের বিপক্ষে বেশ খরুচে বোলিং করেছিলেন বাঁহাতি স্পিনার ওয়েল্লাগে। ৪ ওভার বল করে ৪৯ রান দিয়ে এক উইকেট পান। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলো খেলতে তিনি ফিরবেন কিনা সেটা এখনও জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট। গত রাতে আবুধাবিতে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন ওয়েল্লাগের বাবা সুরঙ্গা। দ্রুত কলম্বোর একটি হাসপাতালে নেয়া হয়, সেখানে শেষনিঃশ্বাস...