আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। জয়ের পরে উল্লাসের প্রস্তুতি নিচ্ছিল পুরো দল। কিন্তু মুহুর্তেই সেই আনন্দ বিষাদে পরিণত হলো। লঙ্কান মূল্লুক থেকে খবর গেলো দুনিয়ার সফর শেষ করেছেন স্পিনার দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগে। এমন খবরে শোকে আচ্ছন্ন হয়ে পরে পুরো শ্রীলঙ্কা দল। খবর পেয়ে লঙ্কান কোচ সনাৎ জয়সুরিয়া ছুটে গিয়ে সান্ত্বনা দিতে থাকেন ২২ বছর বয়সী ভেল্লালাগেকে। শ্রীলঙ্কার কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বাবার মৃত্যুর খবর পেয়ে তখনই আবুধাবি থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা করেছেন ভেল্লালাগে। দেশটির গণমাধ্যম আদাদেরানার প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষে ড্রেসিংরুমে থাকাকালে ভেল্লালাগের কাছে এই হৃদয়বিদারক খবর আসে। প্রথমে তাকে জানানো হয়, বাড়িতে জরুরি মেডিক্যাল ব্যবস্থাপনার কথা। এরপর জানানো হয় ভেল্লালাগের বাবা আর নেই। জানা যায়, দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগেও...