ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ টিএসসি কেন্দ্রের ঘটনাকে ঘিরে অভিযোগ উঠার পর এবার সেই ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের বিস্তারিত প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির সঙ্গে ফুটেজের টাইমলাইন প্রকাশ করা হয়েছে। প্রশাসন জানায়, ৯ সেপ্টেম্বর বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১১টা ৪২ মিনিট পর্যন্ত বিভিন্ন সময়ে ওই ছাত্রী বারবার ভোটকেন্দ্রের বুথে প্রবেশ ও বের হন এবং একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেন। এ সময় তার কার্যক্রম ঘিরে প্রশ্ন তৈরি হয়েছে। প্রকাশিত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, বেলা ১১টা ৩০ মিনিটে তিনি বুথ থেকে বের হয়ে অভিযোগ করেন। ১১টা ৩২ মিনিটে তাকে নতুন ব্যালট দেওয়া হয়। ১১টা ৩৩ মিনিট থেকে ১১টা ৩৪ মিনিটের মধ্যে তিনি দুই দফা বুথে প্রবেশ করেন। ১১টা...