১৭০ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ হারার হতাশা আছে। বোলারদের পারফরম্যান্স ভালো না হওয়ার অতৃপ্তি আছে। তবে রাশিদ খানের মতে, বড় সুযোগ হাতছাড়া হয়ে গেছে আগের ম্যাচেই। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে বাদ পড়ে আফগানিস্তানের অধিনায়ক বললেন, বাংলাদেশের বিপক্ষে রাত তাড়ায় জিততে না পেরেই মূল সর্বনাশ হয়ে গেছে তাদের। শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার ৬ উইকেটে হেরে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আফগানিস্তান। ম্যাচটি জিতলেই তারা উঠে যেত সুপার ফোর পর্বে। আফগানরা হেরে যাওয়ায় পরের ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ। আবু ধাবিতে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানরা দীর্ঘসময় ধরেই ধুঁকছিল। ১৮ ওভার শেষে তাদের রান ছিল ৭ উইকেটে ১২০। তবে পরের দুই ওভারে তাণ্ডব চালান মোহাম্মাদ নাবি। ১৯তম ওভারে দুশমান্থা চামিরার বলে টানা তিনটি চার মারেন তিনি, শেষ ওভারে টানা পাঁচটি...