বর্তমানে ছোট-বড় প্রায় প্রত্যেকেই জ্বরে ভুগছেন। জ্বরের শুরুতে সবাই প্যারাসিটামলের উপরই ভরসা রাখেন। প্রায় প্রতি ঘরেই এই ওষুধ জমা থাকে। চিকিৎসকরাও জ্বর কমাতে প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেন। এছাড়া সামান্য হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা, শরীর ব্যথা যে কোনো অসুখ হলেই প্যারাসিটামল খেয়ে থাকেন। তবে চাইলেই যখন-তখন প্যারাসিটামল খাওয়া যাবে না। অতিরিক্ত মাত্রায় প্যারাসিটামল সেবনে শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে। তাই জ্বর হলেও প্যারাসিটামল খাওয়ার ছোট ছোট বিষয়গুলো জেনে খেতে হবে। কতক্ষণ পর পর প্যারাসিটামল খেতে হবেজ্বর কমাতে সবচেয়ে বেশি কার্যকর হলো প্যারাসিটামল। এই ওষুধ খাওয়ারও নিয়ম রয়েছে। নয়াদিল্লির পিএসআরআই হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডাঃ প্রশান্ত সিনহা জানান, প্যারাসিটামল খাওয়ার মাঝে ৪ ঘণ্টার ব্যবধান থাকতে হবে। মোটামুটি দিনে ৪টি খেলেই জ্বর নিয়ন্ত্রণে চলে আসে। তাই অহেতুক প্যারাসিটামল খাওয়ার প্রয়োজন নেই।...