প্রায় ৪০০ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে ডোডো পাখি। এবার সেই বিলুপ্ত হওয়া পাখিকে ফিরিয়ে আনার প্রকল্প হাতে নিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক বায়োটেকনোলজি সংস্থা কলোসাল বায়োসায়েন্সেস। এই সংস্থাটি ইতোমধ্যে সাধারণ কবুতরের বিশেষায়িত কোষ কালচার করতে সফল হয়েছে। এই সাফল্য ডোডো পাখির নিকটতম জীবিত আত্মীয়, নিকোবর কবুতরের কোষ ব্যবহার করে বিলুপ্ত পাখিটিকে আবার তৈরি করার পথ প্রশস্ত করেছে বলে জানিয়েছে সংস্থাটির বিজ্ঞানীরা।আরো পড়ুন:ছোট চুলের ট্রেন্ডি ‘হেয়ার কাট’আজ প্রথম প্রেম দিবস কলোসালের প্রধান বিজ্ঞান কর্মকর্তা বেথ শাপোলো বলেন, ‘‘ডোডো পাখি ফিরিয়ে আনার প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সফলতা...