অনেক সময় আমরা এটিকে সাধারণ বিষয় ভেবে অবহেলা করি এবং হাত দিয়ে চোখ ঘষতে থাকি। কিন্তু চিকিৎসকেরা বলছেন, চোখে বারবার চুলকানি আসলে কোনো না কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। অ্যালার্জি থেকে শুরু করে চোখের শুষ্কতা, এমনকি জটিল চক্ষু রোগেরও লক্ষণ হতে পারে এটি। তাই চোখে নিয়মিত চুলকানি হলে বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয়, বরং কারণ খুঁজে বের করে সময়মতো চিকিৎসা নেওয়া জরুরি।জেনে নিন কী কী কারণে বারবার চোখ চুলকায়১. ইনফেকশন বা সংক্রমণচিয়া সিডের সঙ্গে যে ৫ খাবার কখনোই খাবেন নাচোখে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হলে কনজাংটিভাইটিস (চোখ উঠা) হতে পারে। এতে চোখ লাল হয়ে যায়, ফুলে ওঠে এবং চুলকায়। অনেক সময় পুঁজ বা পানি বের হয়।২. চোখ শুকিয়ে যাওয়া বা ড্রাই আই সিনড্রোমযাদের চোখে পর্যাপ্ত পানি বা টিয়ার ফ্লুইড...