লিওনেল মেসি ২০২৬ সাল পর্যন্ত ইন্টার মিয়ামিতে থাকার জন্য চুক্তি বাড়াতে যাচ্ছেন বলে ক্লাবের এক সূত্র এএফপিকে জানিয়েছে। আর্জেন্টাইন সুপারস্টারের বর্তমান চুক্তি ২০২৫ সালের শেষ দিকে শেষ হওয়ার কথা থাকলেও উভয় পক্ষ নীতিগতভাবে নতুন এক চুক্তিতে সম্মত হয়েছে, যার ফলে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাবটিতে তিনি অন্তত আরও এক বছর থাকবেন। এই পদক্ষেপ প্রমাণ করে যে মেসি তার ক্লাব ক্যারিয়ার চালিয়ে যেতে চান ২০২৬ ফিফা বিশ্বকাপের পরও। অনেকের ধারণা এটিই তার শেষ আন্তর্জাতিক আসর হতে পারে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত বিশ্বকাপটি ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে। এএফপি জানিয়েছে, চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা আগামী দুই সপ্তাহের মধ্যে আসতে পারে। মেসি ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই থেকে ইন্টার মিয়ামিতে যোগ দেন এবং দ্রুতই এমএলএস-এ সবচেয়ে আলোচিত...