প্রকাশিত হতে যাচ্ছে কবি তানভীর সিকদারের কবিতার বই ‘আল্লাহর প্রেমে হোক হৃদয় রঙিন’। বইটি প্রকাশ করছে শুদ্ধস্বর। প্রচ্ছদ করেছেন উবাইদুল্লাহ উমর। প্রকাশক জানান, বইটির মূল্য রাখা হয়েছে ২২০ টাকা। এরই মধ্যে প্রি-অর্ডার শুরু হয়েছে। খুব দ্রুত সময়ে পাঠকের হাতে পৌঁছে যাবে বইটি। তানভীর সিকদার বলেন, ‘দিন শেষে আমি একত্ববাদে বিশ্বাসী। যে অদৃশ্যের প্রতি ঈমান এনে আমরা প্রতিনিয়ত সাজাই তাকওয়ার বাগান, গভীর রজনীতে অনুতাপে ঝরাই চোখের বারি; সেসব অব্যক্ত অনুভূতিগুলো দিয়েই সাজানো বইটি। আশা করি কবিতাগুলো পাঠকের ভালো লাগবে।’ আরও পড়ুনঅ্যামাজনে শান্তর কাব্যগ্রন্থ ‘ডিভিনিটি অ্যান্ড হেমলক’প্রকাশিত হলো নুসরাত সুলতানার দ্বিতীয় উপন্যাস তানভীর...