২০১২ সালে বলিউড অভিনেতা অজয় দেবগনের ‘সন অব সর্দার’ ও শাহরুখ খানের ‘জাব তাক হ্যায় জান’ একই দিনে মুক্তি পাওয়ায় দুজনের মধ্যে চরম দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেই থেকে বিনোদন জগতের এই দুই মহারথী দুই দিকে ফিরে একের পর এক সিনেমা করে গেছেন। দেখা হলে এড়িয়ে গেছেন একে অপরকে। তবে এবার মান-অভিমানের পালা শেষ। বলিউডে দীর্ঘদিন যেটা সম্ভব হয়নি, সেটাই সম্ভব করে দেখালেন অভিনেত্রী কাজল। আরও পড়ুনআরও পড়ুনকেন আরিয়ানের মুখে হাসি নেই, ফাঁস করলেন রাঘব সম্প্রতি আরিয়ান খানের প্রিমিয়ার নাইটে সেই পুরোনো দ্বন্দ্বের কোনো ছাপ দেখা যায়নি। বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে পরিচালক হিসেবে অভিষেক যাত্রায় শুভেচ্ছা জানাতে স্ত্রী কাজলকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন অজয় দেবগন। আরও পড়ুনআরও পড়ুনসালমানের সঙ্গে বিচ্ছেদের পর যেসব যন্ত্রণা ভোগ করেছিলেন ঐশ্বরিয়া এ সময়েই ক্যামেরাবন্দি হলো...