আবদুল্লাহ ইবনে সালাম (রা.) ছিলেন বিশ্বনবি হজরত মুহাম্মাদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একজন সাহাবি। ইসলাম গ্রহণের আগে তিনি মদিনার ইহুদি সম্প্রদায়ের একজন বড় রাব্বি বা ধর্মগুরু ছিলেন। তার নাম ছিল হুসাইন, উপনাম আবু ইউসুফ। নবিজি (সা.) মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর কিছুদিনের মধ্যেই তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর নবিজি তার নাম রাখেন আব্দুল্লাহ। নবিজি (সা.) মদিনায় যাওয়ার পর উৎসুক মদিনাবাসী যখন দলে দলে নবিজিকে (সা.) দেখতে যাচ্ছিলেন, আবদুল্লাহ ইবনে সালামও (রা.) তাদের সাথে নবিজিকে (সা.) দেখতে গিয়েছিলেন। নবিজিকে (সা.) দেখেই তার মনে হয়েছিল, এই ব্যক্তি মিথ্যুক হতে পারেন না। আবদুল্লাহ ইবনে সালাম (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন, লোকেরা তাকে দেখার জন্য ছুটে যাচ্ছিল এবং বলছিল, ‘আল্লাহর রাসুল এসেছেন!’...