আফগানিস্তানের ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। গ্যালারিতে আফগানিস্তান আর শ্রীলঙ্কার জার্সি বাদেও একটা জার্সি খুব করে দেখা যাচ্ছিল। আর সেটা ছিল বাংলাদেশের জার্সি। কারণ শ্রীলঙ্কা জিতলেই যে শেষ চারে পৌঁছে যেত বাংলাদেশ! শ্রীলঙ্কা সে চাওয়াটা পূরণ করেছে। আবুধাবির উইকেটে ১৭০ রানের পাহাড়সম লক্ষ্য তারা টপকে গেছে ৮ বল হাতে রেখেই। কুশল মেন্ডিস অপরাজিত ৭৪ ও কামিন্দু মেন্ডিস ২৬ রান করে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। সুপার ফোরে অবশ্য এই বাংলাদেশেরই মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কাকে। আগামীকাল শনিবার দুবাইতে দুই দল মুখোমুখি হবে শেষ চারের প্রথম ম্যাচে। আফগানিস্তানকে হারানোর পর গ্যালারিতে শ্রীলঙ্কার পক্ষে সমর্থন নিয়ে প্রশ্ন করা হয়েছিল লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কাকে। উপস্থাপক হয়তো ‘সব’ দেশের ‘শ্রীলঙ্কার’ সমর্থকদের নিয়েই বার্তা দিতে বলেছিলেন তাকে। তবে তিনি সুকৌশলে সেসব এড়িয়ে গেছেন। তিনি বড় করে দেখেছেন...