১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ছাত্র কল্যাণ ও পরামর্শ দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামাণিককে নতুন করে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুন আর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে এই দায়িত্ব প্রধান করা হয়। এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পান ড. ইলিয়াছ। দায়িত্বের ঠিক এক বছর পর গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) একই ব্যক্তিকে বিশ্ববিদ্যালয় গবেষণা সম্প্রসারণ পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের বিষয়টি আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় সংস্থাপন শাখার অতিরিক্ত পরিচালক ড. জিয়াউর হক। এর আগে সমন্বয়কদের শাড়ি চুড়ি কান্ডে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন...