এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের পর সপ্তাহ ঘুরতে চলল, তবু বিতর্ক থামছে না। এবার এ বিষয়ে কঠোর বক্তব্য দিলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি পাকিস্তান ক্রিকেট দল এবং বোর্ডকে এসব অভিযোগের নাটক না করে ক্রিকেটে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন। দুবাইয়ে গত রবিবার পাকিস্তানের বিপক্ষে ছক্কা মেরে ৭ উইকেটে দলের জয় নিশ্চিত করার পর সরাসরি ড্রেসিংরুমে চলে যান ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব এবং তার সতীর্থ শিবম দুবে। প্রথা মেনে তারা প্রতিপক্ষের সঙ্গে হ্যান্ডশেক করেননি। এমনকি ভারতীয় ড্রেসিংরুমের দরজাও বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে এ নিয়ে তুমুল নাটক হয়েছে। পিসিবি টুর্নামেন্ট বর্জনের হুমকি দিয়েও শেষে সরে এসেছে। এ বিষয়ে ‘এনডিটিভি’কে কপিল দেব বলেন, ‘এগুলো খুবই ছোটখাটো বিষয়। এর চেয়ে খেলায় মনোযোগ দাও। যদি কেউ হ্যান্ডশেক করতে না চায়, তাহলে...