এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরপরই ভেসে আসে এক খবর। শ্রীলঙ্কার তরুণ স্পিনার দুনিথ ভেল্লালাগে ম্যাচ শেষে জানতে পারেন তার বাবা সুরাঙ্গা ভেল্লালাগে মারা গেছেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন দলের কোচ সনৎ জয়াসুরিয়া ও টিম ম্যানেজার। ম্যাচ শেষে জয়াসুরিয়াকে ভেল্লালাগেকে সান্ত্বনা দিতে দেখা যায়। এই খবর অবশ্য আফগানিস্তান দল পায়নি। ম্যাচ শেষে অলরাউন্ডার মোহাম্মদ নবি সাংবাদিকদের কাছ থেকে এই খবর শোনেন। বিস্মিত হয়ে তিনি বলেন, ‘বাবা? কীভাবে?’ সাংবাদিকরা জানান, ‘হার্ট অ্যাটাক, ম্যাচ শেষ হতেই…’ তখন নবি অবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘আসলেই?’ সাংবাদিকরা উত্তরে বলেন, ‘খবরটা ম্যাচের মাঝামাঝি সময়েই এসেছে। তবে তিনি খবর পেয়েছেন ম্যাচ শেষে।’ শুনে স্তম্ভিত নবি এক মুহূর্ত সময় নেন। পরে আবার প্রশ্ন করেন, ‘হার্ট অ্যাটাক?’ তখন সাংবাদিকরা নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ,...