রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগ থেকে বিভিন্ন পদে লড়ছেন শিক্ষার্থীরা। এবারের নির্বাচনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকেই লড়ছেন ভিপিসহ মোট ২২ জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১২ জন এবং হল সংসদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।শিক্ষার্থী ও বিভাগের শিক্ষকদের মতে, এই অংশগ্রহণ বিভাগের জন্য গৌরবের ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে; তারা আশা করেন প্রার্থীরা নির্বাচিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ সেশন থেকে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে লড়বেন সাইদুল ইসলাম আকাশ, জোহা হলে ভিপি পদে লড়বেন শিখর রায়। ২০১৯-২০ সেশন থেকে সিনেট ছাত্র প্রতিনিধি পদে ইরফান তামিম এবং পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাহির ফয়সাল লড়বেন।২০২০-২১ সেশন থেকে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে লড়ছেন বিল্লাল হুসাইন; মিডিয়া অ্যান্ড...