ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমার ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি মৌসুমীর সঙ্গে। দুজনেরই প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। প্রথম ছবিতেই বাজিমাত। হিট জুটির তকমা পান তার। তবে একটা সময় মৌসুমীর সঙ্গে দূরত্ব তৈরি হয় সালমানের। তিনি অন্য নায়িকাদের নিয়ে ছবি করতে শুরু করেন। সেই ধারাবাহিবকতায় প্রায় এক ডজন নায়িকাদের সঙ্গে কাজ করেছেন সালমান শাহ। তাদের মধ্যে দারুণ এক সফল জুটি গড়ে উঠে শাবনূরের সঙ্গে। এছাড়াও কাজ করেছেন লিমা, শাবনাজ, শাহনাজ, শিল্পী, বৃষ্টিসহ আরও কয়েকজন নায়িকার বিপরীতে। সালমান শাহ নেই আজ ২৯ বছর। কিন্তু এতটুকু কমেনি তার আবেদন, জনপ্রিয়তা। তার সবকিছু নিয়েই ভক্তদের কৌতুহল রয়েছে। তেমনি তার নায়িকাদের প্রতিও ভক্তদের আগ্রহ আজও কমেনি। চলুন দেখি, আজ তার নায়িকারা কে কোথায় আছেন। মৌসুমী‘কেয়ামত...