ইন্টার মিয়ামির সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা ছিল এই মৌসুম শেষে। তবে আগেভাগেই নতুন চুক্তিতে স্বাক্ষর করলেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি এই ফুটবলার। এর ফলে ২০২৬ সালের বিশ্বকাপের পরও ইন্টার মিয়ামিতে দেখা যাবে তাকে। ২০২৩ সালে পিএসজি ছেড়ে মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। সে সময় তার চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের মৌসুম পর্যন্ত। এবার সেটি বাড়িয়ে করা হয়েছে ২০২৬ সাল পর্যন্ত। আনুষ্ঠানিক ঘোষণা হলে নিশ্চিত হবে, বিশ্বকাপ-পরবর্তী সময়েও এমএলএসেই থাকছেন আর্জেন্টাইন সুপারস্টার। ফুটবল বিশ্বে অনেকেই ধারণা করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের পরই ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। তবে নতুন চুক্তি সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। আগামী বছরের ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই শেষ হবে ফিফা বিশ্বকাপ। চুক্তি অনুযায়ী, বিশ্বকাপের পরও খেলতে দেখা যাবে তাকে। বিশেষ সূত্রের বরাত...