চোটের কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন জশ ইংলিস। তার বদলে অস্ট্রেলিয়ার নির্বাচকরা বেছে নিয়েছেন অ্যালেক্স কেয়ারিকে। এই নিয়ে কিউইদের বিপক্ষে সিরিজ থেকে প্রথম পছন্দের চার ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। চোটের কারণে খেলতে পারছেন না প্যাট কামিন্স, সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি পেয়েছেন ন্যাথান এলিস এবং অ্যাশেজের আগে বোলিং ঝালিয়ে নেওয়ার জন্য শেফিল্ড শিল্ডে খেলবেন ক্যামেরন গ্রিন। ইংলিশ খেলতে পারছেন না পায়ের পেশিতে টান লাগায়। গত ২৪ অগাস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর আর কোনো ম্যাচ খেলেননি ৩০ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান। তবে মঙ্গলবার পার্থে রানিং সেশনের সময় টান লাগে তার পেশিতে। বুধবার স্ক্যান করিয়ে নিশ্চিত হওয়া গেছে চোটের তীব্রতা। গত ৯ মাসের মধ্যে ইংলিসের এটি দ্বিতীয় পেশির চোট। ডিসেম্বরে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে...