আফগানিস্তানের কাছে পরাজিত হওয়ার পর বাংলাদেশের সামনে সুপার ফোরে ওঠার জন্য ছিল একাধিক সমীকরণ। গ্রুপে দুই জয় নিশ্চিত করেও তাকিয়ে থাকতে হয়েছে আফগান ও লঙ্কান ম্যাচের দিকে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার জয়ে কপাল খুলেছে টাইগারদের। এশিয়া কাপের পরবর্তী রাউন্ডে বাংলাদেশের কাছ থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট দেখতে চান সাবেক ভারতীয় ক্রিকেটার রোহান গাভাস্কার। গতকাল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ শেষে ক্রিকবাজের অনুষ্ঠানে রোহান বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের যে প্যাশন আছে, আমি ঢাকার ক্লাব ক্রিকেটে খেলেছি, আমার বাংলাদেশি অনেক বন্ধু আছে। আমি জানি তারা কতটা প্যাশনেট। আমি সমর্থকদের জন্য সত্যিই খুশি। তবে আপনি যেটা বললেন এটা অনেকটা ১০-১৫ বছর আগের মতো হয়ে গেছে – ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর বাংলাদেশ।’ টুর্নামেন্টের সুপার ফোর নিশ্চিত করলেও গ্রুপ পর্বে সমর্থকদের প্রত্যাশা পরিপূর্ণভাবে পূরণ করতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে হারালেও দাপুটে...