আজ ১৯ সেপ্টেম্বর, নব্বই দশকের ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে সিলেটে জন্ম নিয়েছিলেন তিনি। যদি আজও বেঁচে থাকতেন, তার বয়স হতো ৫৪ বছর। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সেই থেমে যায় তার জীবনপ্রদীপ। ক্ষণিকের জন্য চলচ্চিত্রে এলেও রাতারাতি হয়ে ওঠেন বাংলার পর্দার স্টাইল আইকন। তিন দশক পরও তার সেই আলোকচ্ছটা আজও ম্লান হয়নি; বরং সময়ের সঙ্গে যেন আরো গভীর হয়েছে তার জনপ্রিয়তা। অনেকে মনে করেন, স্বল্প সময়ের উপস্থিতিই তাকে কিংবদন্তি বানিয়েছে। তাই প্রায় তিন দশক পরও তিনি আজও ভক্তদের হৃদয়ে অমলিন। নব্বইয়ের দশকের তরুণদের কাছে তিনি ছিলেন এক অনন্য নায়ক। শুধু দর্শক নয়, সহকর্মীরাও তাকে অনুপ্রেরণা হিসেবে মানতেন। তার অভিনয়ের স্বকীয়তা যেমন প্রশংসিত, তেমনি ফ্যাশন-স্টাইলেও তিনি ছিলেন কয়েক ধাপ এগিয়ে। অনেকের...