ইংল্যান্ডে ফেরার দিনটা স্মরণীয় করে রাখলেন মার্কাস র্যাশফোর্ড। বার্সেলোনার জার্সিতে প্রথম গোলের পাশাপাশি আরও একবার বল পাঠালেন জালে।তার নৈপুণ্যেই নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে দারুণভাবে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করেছে হান্সি ফ্লিকের শিষ্যরা। গতকাল রাতে সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয় পায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। র্যাশফোর্ডের দুটি গোল আসে দ্বিতীয়ার্ধে মাত্র ৯ মিনিটের ব্যবধানে। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে নিউক্যাসলের হয়ে ব্যবধান কমান অ্যান্টোনি গর্ডন। চোটের কারণে লামিনে ইয়ামালকে ছাড়াই টানা দ্বিতীয় ম্যাচ খেলতে নামে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চলে। নবম মিনিটে প্রথম সুযোগ পায় নিউক্যাসল। হার্ভে বার্নসের শট ঠেকান বার্সেলোনার গোলরক্ষক হোয়ান গার্সিয়া। ২৪তম মিনিটেও বার্নসের আরেকটি শট দারুণ দক্ষতায় রুখে দেন তিনি। প্রথমার্ধে বার্সেলোনার শট বেশি হলেও কার্যকর ছিল না। ১৮তম মিনিটে লেভানদোভস্কির হেড ঠেকান নিক পোপ। ৫৮তম...