একইদিনে শোকের ছায়া নেমে এসেছে দুই আন্তর্জাতিক ক্রিকেটারের জীবনে। বাংলাদেশের এবাদত হোসেন চৌধুরী ও শ্রীলঙ্কার দুনিথ ভেল্লালাগে হারিয়েছেন তাদের বাবাকে।বাংলাদেশি পেসার এবাদত হোসেন চৌধুরীর বাবা নিজাম উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭৮ বছর বয়সী এই সাবেক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। হঠাৎ অসুস্থতা অনুভব করলে এবাদত নিজেই তাকে সিলেটের একটি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।এবাদত বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে আমি নিজেই তাকে নিয়ে সিলেটে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ পথেই বাবা মৃত্যুর কোলে ঢলে পড়বেন, তা কখনও কল্পনা করিনি। পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।...