ইসলাম ধর্মের মূল পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ এমন একটি ফরজ ইবাদত যা মুসলমানের জীবনের কেন্দ্রবিন্দু। কোরআনুল কারিমে আল্লাহ তায়ালা একাধিক স্থানে নামাজ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। নামাজ কেবল কিছু শারীরিক ক্রিয়া নয়, বরং এটি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম, একজন বান্দার পরম করুণাময়ের দরবারে নতজানু হওয়ার সুযোগ। মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুশয্যাতেও তাঁর উম্মতকে সর্বশেষ যে নির্দেশ দিয়ে গিয়েছিলেন তা হলো “নামাজ, নামাজ, নামাজ এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো।” (সুনান আবু দাউদ) নামাজ এমন এক ইবাদত যা মানুষের আত্মাকে পবিত্র রাখে, চরিত্রকে সঠিক পথে পরিচালিত করে এবং জীবনে শৃঙ্খলা আনে। আল্লাহ তায়ালা কোরআনে ঘোষণা করেছেন,“নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে।” (সুরা আনকাবুত: ৪৫) পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিনের জীবনের সময়সূচি সুন্দরভাবে ভাগ করে...