ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড অভিষেকের পর থেকেই ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। তার ধারাবাহিকতা এখনও চলছে। এবার তিনি চ্যাম্পিয়নস লিগের আরেকটি রেকর্ড ভেঙে দিয়েছেন। বৃহস্পতিবার রাতে নাপোলির বিপক্ষে ম্যাচে গোল করে তিনি ছুঁলেন টুর্নামেন্টে নিজের ৫০ গোলের মাইলফলক। রেকর্ডটা তাতেই হয়ে গেছে। হালান্ড মাত্র ৪৯ ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছেন, যা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে এই কীর্তি। এর আগে রেকর্ডটি ছিল রুদ ভ্যান নিস্টেলরয়ের, যিনি ৬২ ম্যাচে ৫০ গোল করেছিলেন। লিওনেল মেসি ৬৬ ম্যাচে এই সংখ্যা ছুঁয়েছিলেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর এই মাইলফলক ছুঁতে খেলতে হয়েছিল ৯২ ম্যাচ। তবে একটা দিক থেকে মেসির কাছেই রয়ে গেছে রেকর্ডটা। বয়সের হিসেবে এখনো মেসিই সবচেয়ে কম বয়সে ৫০ গোলের মালিক (২৪ বছর ২৮৪ দিন)। তবে ২৫ বছর বয়সী হালান্ড এখানেও রেকর্ড বইয়ে...