কত টাকার নায়ক ছিলেন সালমান শাহ? এমন একটা প্রশ্ন করা হয়তো বোকামি। টাকার মূল্যে সালমানের মেধা, জনপ্রিয়তা এবং মৃত্যুর এত বছর পরও কিংবদন্তি হয়ে তার অমরত্ব পাওয়ার মর্যাদা পরিমাপ করা অবান্তর। তবুও কালজয়ী এই নায়কের সবকিছু নিয়ে কৌতুহল রয়েছে ভক্ত-অনুরাগীদের। অনেকে জানতে চান, সিনেমার বাজারে কেমন চাহিদা ছিল সালমান শাহের? কত টাকা পারিশ্রমিক পেতেন তিনি। আজ সালমান শাহের জন্মদিন। এদিনে সেই গল্পটাই জানাবো। ঢাকাই ছবিতে সালমান শাহ এসেছিলেন ধূমকেতুর মতো। যেন তিনি এলেন, দেখলেন, জয় করলেন। ক্যারিয়ারের মাত্র চার বছরেই নিভে গেল সেই উজ্জ্বল নক্ষত্র। কিন্তু আজও থামেনি তার আলো। আজও সালমান শাহ বাংলা ছবির দর্শকের হৃদয়ে আবেগের নাম, স্বপ্নের রাজকুমারের মতো জায়গা করে আছেন। ১৯৯২ সালের আগস্টে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে চুক্তিবদ্ধ হন সালমান শাহ।...