রাজধানীর ঐতিহ্যবাহী হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয় ও সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কয়েকটি শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে হলি ক্রসে তিন শ্রেণিতে এবং সেন্ট যোসেফে এক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলতি মাসেই সেন্ট যোসেফে আবেদন শুরু হচ্ছে। তবে হলি ক্রসে আবেদন শুরু হবে আগামী মাসে। রাজধানীর নামি এ স্কুল দুটিতে ভর্তি হতে আগ্রহীদের সুবিধার্থে কীভাবে আবেদন করা যাবে, কবে থেকে শুরু হবে, ফিসহ বিস্তারিত তুলে ধরা হলো। হলি ক্রসে প্রথম-ষষ্ঠ-নবম শ্রেণিতে ভর্তিহলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে শুধু ছাত্রীদের ভর্তি নেওয়া হবে। এ তিন শ্রেণির আবেদন ফরম আগামী ১৪, ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে বিদ্যালয় থেকে সংগ্রহ করা যাবে। ছাত্রীর বাবা অথবা মায়ের...