অবশেষে নতুন প্রেমিক মেহেদী শুভকে বিয়ে করলেন দেশের আলোচিত নারী টিকটকার লায়লা আখতার, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাদের বিয়ে সম্পর্কিত একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে বধু বেশে দেখা গেছে লায়লাকে, বর বেশে মেহেদীকে। দুজনে হাসিমুখে কথা বলেছেন এবং বিয়ের বিষয়টিও জানিয়েছেন। তবে বিষয়টি ভিন্ন। তারা বিয়ে করেননি। এটি ছিল একটি ব্রাইডাল ফটোশুট। যেখানে মেহেদী বর এবং লায়লা বধুবেশে ফটোশুট করেন। মেহেদী শুভ একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। তিনি ‘মেহেদী শুভ ভাইয়া’ নামে পরিচিত এবং ব্লু ফেইরি লায়লার সঙ্গে বিভিন্ন ভিডিও কনটেন্ট ও ব্রাইডাল শুট-এ অংশগ্রহণ করেছেন। এটিও সেইরকমই একটি ফটোশুট। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একাধিক ভিডিওতে লায়লা এবং মেহেদী দুজনকেই বিয়ের সাজে কথা বলতে শোনা যায়। তারা বলেন, যা হওয়ার হয়ে গেছে। নতুন করে আর বলার কিছু নেই। এরপর...