সন্তান মানুষের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত। কিন্তু সন্তানহীন দম্পতির হৃদয়ের শূন্যতা পূরণে বিজ্ঞানের অগ্রগতি যখন সারোগেসি বা টেস্ট টিউব বেবির মতো পথ দেখায়, তখন প্রশ্ন ওঠে ইসলামে এর বিধান কী? শরিয়তের দলিল ও বিশ্বখ্যাত ফিকহবিদদের অভিমত বলছে, অন্য নারীর গর্ভাশয় ভাড়া নিয়ে সন্তান জন্ম দেওয়া (সারোগেসি) হারাম। কারণ এতে মাতৃত্ব বিভক্ত হয়ে যায় দুই নারীর মাঝে একজন জৈবিক, আরেকজন শারীরিক। ফলে শিশুর পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি নিজের বংশ অন্য কারও সঙ্গে যুক্ত করবে, সে জান্নাত থেকে বঞ্চিত হবে। এ কারণেই আল-আজহার বিশ্ববিদ্যালয়, দারুল উলুম দেওবন্দ, পাকিস্তান ও বাংলাদেশের শীর্ষ আলেমরা সর্বসম্মতভাবে ফতোয়া দিয়েছেন, অন্য নারীর গর্ভাশয় ব্যবহার করে সন্তান জন্ম দেওয়া হারাম। অন্যদিকে, যদি কোনো দম্পতি নিজেদের শুক্রাণু ও...