১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ এএম আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ আবারও যুক্তরাষ্ট্র নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্য সফররত ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ কথা বলেছেন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী, ২০২১ সালের ১ মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছিল। তবে এই সেনা প্রত্যাহার সুশৃঙ্খলভাবে হয়নি। ওই বিশৃঙ্খল প্রত্যাহারের জন্য তার জো বাইডেনের প্রশাসনের বারবার সমালোচনা করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, “আমরা আফগানিস্তান ত্যাগ করতে যাচ্ছিলাম, কিন্তু আমরা শক্তি ও মর্যাদার সাথে এটি ত্যাগ করতে পারতাম, এবং আমরা বিশ্বের বৃহত্তম বিমান ঘাঁটিগুলির মধ্যে অন্যতম বাগরাম বিমান ঘাঁটি ধরে রাখতে পারতাম। অথচ আমরা এটি তাদের (তালেবানকে) বিনামূল্যে দিয়েছিলাম। আমরা এটি পুনরুদ্ধার করার...