১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ এএম ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় বৃহস্পতিবার দুপুর ও বিকেলে পৃথক অভিযানে ৫০ বস্তা চাল উদ্ধার হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব চাল জব্দ করার পাশাপাশি একজনকে জরিমানা করা হয়। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকার আনন্দ বাজারের একটি দোকান থেকে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির ১২ বস্তায় ৬০০ কেজি চাল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া। আখাউড়া উপজেলার বড় বাজার থেকে ৩৮ বস্তায় এক হাজার ৩৬০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচীর চাল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আখাউড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ। এ সময় আনোয়ার হোসেন নামে ব্যবসায়িকে ২০ হাজার...