যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর শান্তি প্রতিষ্ঠায় ওয়াশিংটন সহায়তা করবে। সেইসঙ্গে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো তার ধারণার চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে বলেও স্বীকার করেছেন তিনি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। ফক্স নিউজের ‘দ্য স্টোরি উইথ মার্থা ম্যাককালাম’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘যুদ্ধ শেষ হওয়ার পর আমরা শান্তি সুরক্ষায় সহায়তা করব। আর আমি মনে করি শেষ পর্যন্ত সেটাই হবে।’ ট্রাম্প স্বীকার করেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো তার ধারণার চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ‘খুব হতাশ’। আরও পড়ুনআরও পড়ুনপশ্চিমারা নিজেদের স্বার্থ নয়, ইউক্রেনকে অগ্রাধিকার দিক তিনি বলেন, ‘যে যুদ্ধকে আমি সবচেয়ে সহজে মীমাংসাযোগ্য ভেবেছিলাম, সেটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। কারণ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার সম্পর্ক...