কোথাও ঘুরতে গেলেই আজকাল ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যায় মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিতে না পারলে ভ্রমণটাই যেন বৃথা। অনেক সময় মনে হয়, ভ্রমণ বা আড্ডার আসল উদ্দেশ্যই যেন ছবি তোলা! মুহূর্তগুলো উপভোগের চেয়ে ছবি তোলাটাই যেন প্রধান লক্ষ্য। কিন্তু সুখী দম্পতিরা এখানে আলাদা। তাঁরা অযথা ছবি তোলা এড়িয়ে চলেন। ছবি তুললেও সেগুলো সব সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেন না। কেন? চলুন জেনে নিই সুখী দম্পতিরা কেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্ক নিয়ে কম পোস্ট করেন। সুখী দম্পতিরা স্বীকৃতির চেয়ে গোপনীয়তাকে বেশি গুরুত্ব দেন। তাঁরা সম্পর্কের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিজেদের মধ্যেই রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ, তাঁদের মতে সম্পর্ক টিকে থাকে না অন্যের প্রশংসায়, বরং পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধায়। তাঁরা মনে করেন, বিশেষ মুহূর্তগুলো সবার সঙ্গে ভাগ না করে একান্তে উপভোগ করলে...