বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর মধ্যরাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়, রাজধানীর আজিমপুর এলাকা থেকে মুশফিককে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি রিভলবার এবং ১৫৬টি গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারের বিষয়ে শুক্রবার বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে একটি ব্রিফিং অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০০২ সালের ৮ জুন বুয়েট ক্যাম্পাসে ছাত্রদল নেতা মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষটি দরপত্র নিয়ে হওয়া বিতর্কের জের ধরে ঘটে এবং এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমিপ্রকৌশল...