২০১৮ সালেগালফ নিউজেরএক প্রতিবেদনে দাবি করা হয়, ভারতীয় একটি পরিবার প্রায় ৫০০ বছরের পুরোনো স্বর্ণমোড়ানো কোরআন পাঠ করার বিরল সৌভাগ্য লাভ করেছে। পবিত্র কোরআনের সেই কপিটি বর্তমানে আছে দেশটির এক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ হারিসের ঘরে।এক সাক্ষাৎকারে তিনি জানান, সোনায় মোড়ানো পবিত্র কোরআনের বিশেষ পাণ্ডুলিপিটি তার স্ত্রী আয়েশা কাসিম উপহার পেয়েছেন। ২০০৯ সালে আয়শার বড় ভাই ইসমাইল বিন কাসিম মালয়েশিয়াতে তাদেরকে উপহার হিসেবে ‘গোল্ডেন টুলিং কোরআন’ দেন।হারিস বলেন, স্বর্ণের এই পাণ্ডুলিপিটি মোট ২৮টি অংশে ভাগ করা হয়েছে। প্রত্যেক অংশে ১৯ থেকে ২০টি পৃষ্ঠা রয়েছে এবং প্রতিটি পৃষ্ঠায় পবিত্র কোরআনের আয়াত ক্যালিগ্রাফি করা রয়েছে। স্বর্ণের পাণ্ডুলিপির ২৮টি অংশ ১৪টি স্বর্ণের বাক্সে রাখা হয়। এই ১৪টি বাক্সের মধ্যে আমার নিকটি মাত্র একটি বাক্স রয়েছে। বাকি ১৩টি বাক্স আমার স্ত্রীর ভাই ইসমাইল কাসেমের নিকটে।হারিসের...